• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

কোয়ার্টার ফাইনালের পথে ম্যান সিটি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১  

জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ২-০ গোল ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে এক পা দিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি।  এ ম্যাচে দলের হয়ে একটি করে গোল করেন বার্নারদো সিলভা এবং গ্যাব্রিয়েল জেসুস।

বুধবার রাতে শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকলেও বলার মতো আক্রমণ করে উঠতে পারছিল না পেপ গার্দিওলার শিষ্যরা।  

২৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় সফরকারীরা। জোয়াও কানসেলোর ক্রসে ছয় গজ বক্সের মুখে হেডে ঠিকানা খুঁজে নেন সিলভা।

৪৩ বছর পর ইউরোপ সেরার প্রতিযোগিতার নকআউট পর্বে খেলা মনশেনগ্লাডবাখ প্রথমার্ধে গোলের উদ্দেশে কোনো শটই নিতে পারেনি।  ঘর সামলাতে ব্যতিব্যস্ত বুন্ডেসলিগার দলটির সব খেলোয়াড় অধিকাংশ সময়ই ছিল নিজেদের সীমানায়।

তবে দ্বিতীয়ার্ধের খেলায় সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে উঠে জার্মান ক্লাবটি। ৬২তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল। সতীর্থের ক্রসে ডি-বক্সে ফরাসি ফরোয়ার্ড আলেসান প্লার ব্যাকহিল ফ্লিকে পোস্টের সামান্য বাইরে দিয়ে যায় বল।

৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। এরপর আর কোনো গোল হয়নি। ফলে ২-০ গোল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

আগামী ১৬ মার্চ ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে হবে দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে। সেরা আটে উঠতে জার্মান ক্লাবটিকে জিততে হবে তিন গোল ব্যবধানে।