• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

‘কোভিড-১৯ বায়ুবাহিত ভাইরাস নয়’

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৪ মার্চ ২০২০  

প্রাণঘাতী নভেল করোনা বা কোভিড-১৯ বায়ুবাহিত ভাইরাস নয় কিন্তু, এর বিস্তারিত খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক পরিচালক ডক্টর পুনম ক্ষেত্রপাল সিং।

সোমবার (২৩ মার্চ) ডব্লিউএইচও দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক অফিসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডক্টর পুনম ক্ষেত্রপাল সিং বলেছেন, ‘এখনো অবধি প্রাপ্ত তথ্য এবং আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে, কোভিড-১৯ বেশিরভাগ শ্বাস-প্রশ্বাস (উদাহরণস্বরূপ যখন কোনো অসুস্থ ব্যক্তির কাশি হয় তখন উৎপন্ন হয়) এবং ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এজন্য ডব্লিউএইচও সাধারণ মানুষের হাত পরিষ্কারের পাশাপাশি  একে অন্যের শ্বাস-প্রশ্বাস থেকে দূরে থাকার রাখার পরামর্শ দেয়।’

তিনি বলেন, ‘চীনা কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং সিসিইউয়ের মতো স্থানে বায়ুর উচ্চ ঘনত্বে কোভিড ভাইরাস সংক্রমণের হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তবে এই পদ্ধতিটি বোঝার জন্য মহামারি বিজ্ঞানের তথ্যগুলোর আরও তদন্ত এবং বিশ্লেষণের প্রয়োজন।’