• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

কে এই মীরজাদী সেব্রিনা ফ্লোরা?

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

অধ্যাপক ফ্লোরা বর্তমানে সরকারের স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক। আপাতভাবে এ পরিচয়েই দেশের সবাই তাকে চেনে।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী। ভর্তি হন ১৯৮৩ সালে। এমবিবিএস ডিগ্রি লাভ করার পর অস্থায়ীভাবে কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করেন।

এর ফাঁকেই রোগতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) থেকে।

এরপর সহকারী পরিচালক হিসেবে যোগ দেন বাংলাদেশ মেডিকেল রিসার্স কাউন্সিলে। তিন বছর পর অধ্যাপনা শুরু করেন নিপসমে। এরপর পিএইচডি করেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে।

২০১৬ সালে মীরজাদী সেব্রিনা ফ্লোরা পরিচালক হিসেবে যোগ দেন আইইডিসিআরে। তারপর থেকেই প্রতিষ্ঠানটিকে গতিশীল করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

শুধু করোনাভাইরাস নয়, জিকা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় তার ভূমিকা ছিল অসামান্য। ২০১৭ সালে চিকুনগুনিয়ার সময়ও তিনি সামনে থেকে দায়িত্ব পালন করেছেন।

শুধু দেশে নয়, দেশের বাইরেও অনেক বড় দায়িত্ব পালন করছেন তিনি। বর্তমানে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব দ্য ন্যাশনাল পাবলিক হেলথ ইনস্টিটিউটের সহ-সভাপতি।

এছাড়া ফাউন্ডেশন ফর অ্যাডভান্সমেন্ট অব ইন্টারন্যাশনাল মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্সের একজন সম্মানিত ফেলো।

অধ্যাপক ফ্লোরার স্বামী প্রকৌশলী রবিউল আলম একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব পালন করছেন।