• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কৃষ্ণসাগরে তুরস্কের বাধার মুখে ন্যাটোর যুদ্ধজাহাজ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০  


উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) যুদ্ধজাহাজকে কৃষ্ণসাগর প্রবেশ করতে দিচ্ছে না ইউরোপের দেশ তুরস্ক। তুর্কি সেনাবাহিনীর একটি গোপন ডকুমেন্টের বরাতে সুইডেনভিত্তিক নিউজ ওয়েবসাইট নর্ডিক মনিটর চাঞ্চল্যকর এই তথ্যটি জানিয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সিরিয়ার গণমাধ্যম আল-মাসদার জানায়, সুইডিশ নিউজ ওয়েবসাইটটিতে বিষয়টির বেশকিছু তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, ২০১৬ সালের ‘ন্যাটো ওয়ারশ’ (পোল্যান্ডের রাজধানী) সম্মেলনের আগে কৃষ্ণসাগরে স্থায়ীভাবে ন্যাটোর উপস্থিতির জন্য তুর্কি সরকারের সমর্থন চায় রোমানিয়া। যদিও রোমান কর্তৃপক্ষের সেই প্রস্তাব তাৎক্ষণিক প্রত্যাখ্যান করে এরদোগান সরকার।

নর্ডিক মনিটর জানায়, কৃষ্ণসাগরে প্রবেশের জন্য তুরস্কের সঙ্গে একটি গোপন বৈঠক করেছিল রোমানিয়া। সেখানে রোমান কর্তৃপক্ষ থেকে অঞ্চলটিতে ন্যাটোর অ্যালাইড মেরিটাইম কমান্ডের (এমএআরসিওএম) অধীনে একটি আঞ্চলিক নৌকমান্ড গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়।
ওয়েবসাইটটি আরও জানায়, রোমানিয়ার দেওয়া সেই প্রস্তাব তুর্কি কর্মকর্তারা তাৎক্ষণিক প্রত্যাখ্যান করেন। কেননা এটি তুরস্কের কৃষ্ণসাগর বিষয়ক নীতির সঙ্গে পুরোপুরি বেমানান। অবশ্য তুরস্ক কিংবা ন্যাটোর পক্ষ থেকে কখনোই এই অভিযোগটির বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।