• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালকিনিতে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০  

কালকিনি প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে বিয়ের প্রলোভন দেখিয়ে দুইদিন আটকে রেখে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত জামাতুল শেখসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার কেন্দুয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

পরে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার কাদের শেখের ছেলে জামাতুল শেখ (২০), পখিরা মৃত তৈয়ব আলীর ছেলে আকবর ফকির (৪২) ও সিরাজ বেপারীর ছেলে আব্দুর রহমান বেপারী (৩২)।

স্বজনদের অভিযোগ, শুক্রবার বিকেলে বিয়ের প্রলোভন দিয়ে মাদারীপুর সদর থেকে কালকিনির এক আত্মীয়ের বাড়িতে ওই স্কুলছাত্রীকে নিয়ে যায় বখাটে জামাতুল। সেখানে দুইদিন একটি ঘরে আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ করে সে। পরে নির্যাতিতা তার চাচাকে মুঠোফোনে জানালে সেখান থেকে রোববার সন্ধ্যায় তাকে উদ্ধারের পর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে জামাতুলের সাথে স্কুলছাত্রীর বিয়ে হবে এমন প্রতিশ্রুতিতে পরিবারের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। নির্যাতিতার পরিবার বিষয়টিতে অস্বীকৃতি জানালে জামাতুল লোকজন নিয়ে উল্টো হুমকি দেয় বলে অভিযোগ করেন স্কুলছাত্রীর পরিবার। এ ঘটনায় মঙ্গলবার রাতে কালকিনি থানায় জামাতুলসহ তিনজনের নামে মামলা দায়ের করে নির্যাতিতা।

মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তসহ গ্রেফতার তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। শিগগিরই মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়া হবে।