• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালকিনিতে লকডাউন অমান্য করায় ১৫ ব্যবসায়ীকে ৬৮ হাজার টাকা জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২০  

মাদানীপুর প্রতিনিধিঃ লকডাউন অমান্য করে দোকান খোলা রাখা ও পন্যের দাম বেশি রাখার অপরাধে মাদারীপুরের কালকিনিতে ১২ জন ও শিবচরে ৩ জন ব্যবাসীয়কে মোট ৬৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল কালকিনি ও শিবচর উপজেলায় পৃথক অভিযানে ব্যবসায়ীদের এ জরিমান করা হয়।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে কালকিনি উপজেলার বাঁশগাড়ি এলাকার খাশেরহাট বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রকাশ্যে দোকান খোলা রাখার দায়ে আসার খান, রিপন, সফিজদ্দিন, চন্দ্র শীল, লিয়াকত হোসেন, কাঞ্চন শিকদার, আবির হোসেন, সুমন মাহামুদ, মন্টু শিকদার, রিদয় প্যাদা ও আবু বকরসহ ১২ জন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। এ সময় প্রতি ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধামে ৪ হাজার টাকা করে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের কারনে আরো আগে কালকিনি উপজেলাকে লকডাউন করা হয়েছে। এ লকডাউনকে অমান্য করে অবাধে দোকান খোলা রাখায় ১২ জন ব্যবসায়ীকে মোট ৪৮ হাজার টাকা জরিমান করা হয়ছে।