• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালকিনিতে মা ইলিশ রক্ষার্থে নদীতে অভিযান, ১৫ হাজার মিটার জাল জব্দ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদীতে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে নদীতে জাল ফেলেই পালিয়ে গেছে অসাধু জেলেরা। আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন। জানাগেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে কালকিনি থানা পুলিশের সহযোগীতায় সোমবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। এসময় প্রায় ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল ও কালকিনি থানার এসআই মোঃ ফরহাদ হোসেন প্রমুখ। অভিযান শেষে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়াও জালের সাথে পাওয়া প্রায় দুই মণ ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, ইলিশ রক্ষায় আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।