• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালকিনিতে বিপুল পরিমান কারেন্ট জাল উদ্ধার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১০ আগস্ট ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে ২০০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। এ সময় চার জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। আজ সোমবার সকালে কালকিনি থানাধীন গোপালপুর বাজারে অভিযান পরিচালনা করে এসব অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানাধীন গোপালপুর বাজারে অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানে আনুমানিক মূল্য ০৪ লক্ষ টাকা মূল্যের ২০০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে। জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রেতাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলাম বলেন, কালকিনি উপজেলার সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্টেটের উপস্থিতিতে বাংলাদেশ দন্ডবিধির মৎস সম্পদ ও সংরক্ষন আইন ১৯৫০ এর ৪ ধারা লংঘন করায় ৫ ধারার ৪ জন জাল বিক্রেতাকে ৫০০০ টাকা করে সর্বমোট ২০,০০০ টাকা জরিমানা প্রদান করা হয়। উদ্ধারকৃত কারেন্ট জাল নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।