• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালকিনিতে নৌকা বিজয়ের লক্ষে মুক্তিযোদ্ধাদের র‍্যালী ও আলোচনা সভা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ মার্চ ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ আসন্ন পৌরসভা নির্বাচনে মাদারীপুরের কালকিনিতে নৌকা বিজয়ের লক্ষ্যে এবার কোমর বেধে নির্বাচনী প্রচারনায় মাঠে নেমেছেন কালকিনি উপজেলা ও পৌরসভা মুক্তিযোদ্ধা পরিষদ। সোমবার সকালে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুম থেকে একটি র‍্যালী বের করে উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় অফিসার্স ক্লাবের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
মুক্তিযোদ্ধারা সর্বশেষ প্রচারনায় দিনকে রাত করে আওয়ামী লীগের মনোনীত নৌকার মেয়র প্রার্থী  এসএম হানিফের পক্ষে ভোট প্রার্থনা করছেন। এবং মুক্তিযোদ্ধারা নৌকা বিজয় করে ঘরে ফেরার অঙ্গীকার করেন। মুক্তিযোদ্ধারা পৌর এলাকার দক্ষিন রাজদী, উত্তর রাজদী, ঠেঙ্গামারা ও পাঙ্গাশিয়াসহ বিভিন্ন এলাকা ঘুরে-ঘুরে নৌকার প্রচার-প্রচারনা চালিয়েছেন। তার বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের কাছে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরেন। এবং সেই সঙ্গে নৌকায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল জলিল, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মালেক, পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা মোঃ মালেকুজ্জামান মালেক,আব্দুল মজীদ মোল্লা, এসকান্দার আলী প্রমুখ।
 
উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার আব্দুল জলিল বলেন, নৌকা প্রতীক শেখ হাসিনা নিজেই দিয়েছেন মেয়র প্রার্থীএস এম হানিফকে। নৌকা কারো ব্যক্তিগত নয়। নৌকা প্রতীক আমাদের সকলের। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে আমরা নৌকা বিজয়ী করে ইনশাল্লাহ ঘরে ফিরতে চাই। কারন নৌকা বিজয়ী হলেই কালকিনিবাসীর  ভাগ্যের উন্নয়ন হবে।