• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালকিনিতে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করলেন প্রশাসন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯  

কালকিনি প্রতিনিধিঃ মাদারীপুরেরে কালকিনির বিভিন্ন হাট-বাজারে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ। সরকারের নিষেধাজ্ঞা উপক্ষো করে রাক্ষুষে এ মাছটি উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে। আজ রোববার সকালে খবর পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার উপজেলার গোপালপুর বাজারে অভিযান চালিয়ে বেশকিছু পিরানহা মাছ জব্দ করেছেন। পরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিম খানায় বিতরন করা হয়।
অভিযোগে রয়েছে, উপজেলার কিছু অসাধু মাছ বিক্রেতরা নিষিদ্ধ মাছটি বিক্রি করছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, পিরানহা নামের এ ভিন দেশি মাছটি অনেক আগেই আমাদের দেশে এসেছে। মাছটি আমাদের দেশীয় মাছ ও অন্যান্য জলজ জীবকুলের জন্য বিপদজনক, এটি জলজ পরিবেশের সবকিছু খেয়ে উজাড় করে দিতে সক্ষম। তাই সরকার এ মাছটির প্রজনন, চাষ, ক্রয়, বিক্রয় নিষিদ্ধ করেন। তবে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়য়ার দাবী জানিয়েছেন সাধারন জনগন।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার বলেন, খবর পেয়ে আমরা বেশ কিছু মাছ জব্দ করেছি। “আমারা এ বিষয়ে সচেষ্ট, এদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।