• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কালকিনিতে অনবাদি জমিতে ভুট্টা চাষাবাদে বাম্পার ফলন, খুশি কৃষক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ এপ্রিল ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে অনাবাদি জমিতে ভুট্টা চাষে বাম্পার ফলন হয়েছে। স্বল্প খরচে ন্যায্য দাম পেয়ে লাভবান হওয়ার পাশাপাশি স্বাবলম্বী হয়েছেন অনেক কৃষক। এতে খুশি উপজেলার সাড়ে তিনশ’ ভুট্টাচাষী।

মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষি অফিস জানায়, কালকিনি উপজেলার অনাবাদি জমি বছরের অধিকাংশ সময় পড়ে থাকতো। এসব জমিতে ফসল ফলানোর লক্ষ্যে কৃষি বিভাগ থেকে কৃষকদের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করা হয়। পরবর্তীতে উপজেলার ৪৫ হেক্টর অনাবাদি জমিতে ভুট্টার চাষাবাদের জন্য উন্নতমানের বীজ বপন করা হয়। এতে এ বছর ৮ হাজার ৪শ’ ৯০ মেট্টিক টন ভুট্টার ফলন হয়েছে। ভু্ট্টার বাম্পার ফলনে খুশি চাষীরা। প্রতিমন ভুট্টা বাজারে ১ হাজার টাকা বিক্রি হচ্ছে। যা উৎপাদন খরচের তুলনায় এক তৃতীয়াংশ। এদিকে অনাবাদি জমিতে চাষাবাদের লক্ষ্যে কৃষকদের পাশে থেকে সার্বক্ষনিক দিক নির্দেশনা দেয়ার পাশাপাশি সার ও বীজ বিনামূল্যে দেয়ার কথা জানায় কৃষি কর্মকর্তা।

কালকিনির শশিকরের কৃষক শংকর হালদার বলেন, আমার কয়েক বিঘা জমি সারাবছর অনাবাদি হয়ে থাকতো। কৃষি বিভাগরে পরামর্শে চাষাবাদের উপযোগী করে তুলি। একপর্যায়ে ভুট্টার বীজ বপন করলে বাম্পার ফলন হয়েছে। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় খুশি খুব লাগছে।

মাদারীপুরের কালকিনির উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাবুল বেপারী জানান, উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের ভুট্টা বীজ দেয়া হয়। পরবর্তীতে উঠান বৈঠক করে অনাবদি জমি চাষাবাদের উপযোগী করে ত্রিশ ইঞ্চি ফাঁকা রেখে বীজ বপন করা হয়েছে। পোকা দমনের জন্য প্রয়োগ করা হয়েছে ওষুধ। একপর্যায়ে ভুট্টার বাম্পার ফলনে উপজেলার কৃষকদের মুখে ফুটেছে আনন্দের হাসি।