• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কাল মহান বিজয় দিবস, শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯  

আগামীকাল (সোমবার) মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এ’দিন ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদী।

শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীসহ সর্বস্তরের মানুষ। তাদের স্বাগত জানাতে নানা রঙের বাহারি ফুলে সেজেছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। নানা স্থাপনায় পড়েছে রঙতুলির আঁচড়। নিশ্চিত করা হয়েছে কঠোর নিরাপত্তা।

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। জাতির গৌরব আর অহঙ্কারের এই দিনটিতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে নামবে লাখো মানুষের ঢল। তাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধ।

দিবসটি উপলক্ষে লাল-সবুজের আভায় সেজেছে পুরো স্মৃতিসৌধ এলাকা। প্রাঙ্গণজুড়ে নতুন রূপের ছোঁয়া।

বিজয় দিবসের প্রথম প্রহরেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার-এর মহড়া শেষ হয়েছে। সেই সাথে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করার পর তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। শহীদদের ফুলেল শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামবে স্মৃতির সৌধে।