• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

কানের সমস্যা থেকেই হতে পারে বধিরতা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩ মার্চ ২০২১  

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে অন্যতম কান। আমরা একে অন্যের সঙ্গে কথার লেনদেন করে থাকি শুনতে পারার মাধ্যমেই। কানই আমাদের ধ্বনি শুনতে সহায়তা করে। তাইতো কানের যত্ন নেয়া আমাদের সবার জন্যই জরুরি।

জানেন কি, কানের সমস্যা থেকে অনেক সময় বধিরতা হতে পারে। তাইতো কানের পর্দায় সমস্যা বা কানে পুঁজ পড়ছে এমন সমস্যা দেখা দিলে, দেরি না করে তাদের দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।

তবে এ সমস্যা থেকে রক্ষা পেতে কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন ডা. নাফিসা আবেদীন। চলুন জেনে নেয়া যাক সেগুলো-

>> ধূমপান থেকে বিরত থাকতে হবে।

>> ঠাণ্ডা জিনিস বিশেষ করে আইসক্রিম খাওয়া যাবে না।

>> এরপরও এ সমস্যা হলে মনে করবেন, কানের পর্দা ছিঁড়ে গেছে। ছোট শিশুদের ক্ষেত্রেও এ সমস্যা হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

>> কানের সমস্যায় বেশিরভাগ ক্ষেত্রে এখন অস্ত্রোপচার করা হয় না। ওষুধের মাধ্যমে রোগীকে সারিয়ে তোলার চেষ্টা করা হয়। তাই সতর্ক থাকুন।

>> সর্বোচ্চ চেষ্টা করবেন, যাদের কানের সমস্যা আছে, তারা যেন সবসময় ঠাণ্ডা বা শীত এড়িয়ে চলেন।

>> কানের এ ধরনের সমস্যার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ও ড্রপ দিয়ে চিকিৎসা করা হয়। তবে মধ্যকর্ণ সংক্রমিত হলে আবার ফাঙ্গাস সংক্রমণ হতে পারে। তখন অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করতে হবে। এছাড়া কানের সমস্যায় সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন, চিকিৎসা নিন।