• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে নৌচলাচল বন্ধ ঘোষণা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৪ মার্চ ২০২০  

 

দেশের অন্যতম নৌপথ শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে বন্ধ ঘোষণা করা হয়েছে সকল নৌ চলাচল। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে নৌরুটের সকল লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। 

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধে রাজধানী ঢাকার সাথে দক্ষিন-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম নৌপথ কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুট বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত এই রুটের সকল নৌযান বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন,' কর্তৃপক্ষের নির্দেশনা আসার সাথে সাথেই লঞ্চ ও স্পিডবোট বন্ধ করা হয়েছে।'

ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন,' করোনা ভাইরাস প্রতিরোধে অনির্দিষ্টকাল পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে।'
উল্লেখ্য, এই নৌরুটে ৮৬ টি লঞ্চ, ২ শতাধিক স্পিডবোট ও ২০ টি ফেরি চলাচল করে। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই রুট ব্যবহার করে।