• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কাঁঠালবাড়ি রুটের লঞ্চ ও স্পিডবোট শ্রমিকদের ত্রাণ সহায়তা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১১ মে ২০২০  

শিবচর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে চলাচলরত লঞ্চ ও স্পিডবোট চালক-শ্রমিকদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। সোমবার (১১ মে) সকালে শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য করোনা ভাইরাসের কারনে প্রায় দেড় মাস যাবৎ নৌরুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় নৌযানগুলোর চালক ও শ্রমিকেরা কর্মহীন হয়ে পরেছে। প্রায় দেড় মাস ধরে তাদের উপার্জনও বন্ধ। সোমবার লঞ্চ ও স্পিডবোটের চালক ও শ্রমিকদের জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির পক্ষে ত্রাণ বিতরণ করেন শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান। এ সময় দুই শতাধিক লঞ্চ ও স্পিডবোট চালক ও শ্রমিকদের চাল, ডাল, তেল, আলুসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয়া হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা ভাইস-চেয়ারম্যান বিএম আতাউর রহমান, কাঁঠালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সোহেল বেপারীসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।