• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

করোনায় কোনো রাজ পরিবারে মৃত্যু দেখলো বিশ্ব

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

রাজ পরিবারেও হানা দিয়েছে প্রাণঘাতি করোনাভাইরাস। ফরাসি বংশোদ্ভুত বোরবন পার্মা রাজ পরিবারের সদস্য প্রিন্সেস মারিয়া টেরেসা ৮৬ বছর বয়সে মারা গেছেন। করোনায় কোনো রাজ পরিবারে এটিই প্রথম মৃত্যু। শুক্রবার পরিবারের পক্ষ থেকে মারিয়ার মৃত্যুর ঘোষণা দেন ছোট ভাই প্রিন্স সিক্সটাস হেনরি।

প্রিন্সেস মারিয়া টেরেসা

প্রিন্সেস মারিয়া টেরেসা

প্রিন্সেস মারিয়া টেরেসার বাবা প্রিন্স জাভিয়ের ও মা ম্যাডেলিন ডি বোরবন। ১৯৩৩ সালে প্যারিসে জন্ম হয় তার। মারিয়া ছিলেন চিরকুমারী। স্পেনের হাউজ অব বোরবনের বর্তমান ডিন্যাস্টির ক্যাডেট শাখার সদস্য ছিলেন তিনি। অবসরে সময় কাটাতেন স্প্যানিশ রাজনৈতিক আন্দোলন নিয়ে গবেষণা ও লেখালেখি করে।

এদিকে গত মঙ্গলবার ব্রিটিশ রাজ পরিবারে করোনা সংক্রমণের খবর এসেছিল। প্রিন্স অব ওয়েলস চার্লস করোনায় আক্রান্ত।