• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

করোনার মন্দা কাটাতে আসছেন সুপারহিরোরা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০  

করোনার এই মন্দ সময়ে ভালো নেই বিশ্ব চলচ্চিত্রের বাজার। সম্প্রতি শুটিং শুরু হলেও মুক্তি পাচ্ছে না নতুন কোনো সিনেমা। যার ফলে চরম সংকটে আছে সিনেমা হল মালিকেরা। দীর্ঘ সময় বিরতি থাকার কারণে বিশাল প্রতিযোগিতার এই বাজারে চলতি বছর মুক্তি পেয়েছে হাতে গোনা কিছু সিনেমা।

তাই প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে নানা প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন সিনেমার বড় প্রতিষ্ঠানগুলো এই অস্থির সময়ে ভালো আচরণ করছে না। সবকিছুই যখন স্বাভাবিক হতে শুরু করেছে এসময় নিয়ম মেনে সিনেমা হল চালু করা উচিত। সেখানে বড় বাজেটের ছবিগুলো মুক্তি দিলে ক্ষতি পুষিয়ে নিতে সহজ হবে। কিন্তু তা না করে বড় প্রতিষ্ঠানগুলো তাদের ছবি পিছিয়ে নিয়েছে।

এদিকে ভ্যারাইটি তাদের এক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসি ফিল্মস, মার্ভেল স্টুডিওস, সনি পিকচার্সের মতো প্রতিষ্ঠানগুলো বেশ কিছু ছবি তৈরি করে রেখেছে যা হলিউডের মন্দ অবস্থার পরিবর্তন ঘটাবে। আগামী দুই বছরে মুক্তির তালিকায় থাকা ছবিগুলোর তালিকাও প্রকাশ করেছে ভ্যারাইটি।

সেখানে কোন ছবি কবে মুক্তি পাবে সেটাও বলা হয়েছে। সেইসঙ্গে দাবি করা হয়েছে এই ছবিগুলো মুক্তি পেলে চাঙা হবে হলিউডের বাজার। তালিকার অধিকাংশই সুপারহিরো ভিত্তিক সিনেমা।

ডিসেম্বর ২৫, ২০২০ : ওয়ান্ডার ওম্যান (ডিসি ফিল্মস)
মার্চ ১৯, ২০২১ : মরবিয়াস (সনি পিকচার)
মে ৭, ২০২১ : ব্ল্যাক উইডো (মার্ভেল স্টুডিওস)
জুলাই ৯, ২০২১ : শ্যাং-চি দেডলিজট অফ দ্য টেন রিংস (মার্ভেল স্টুডিওস)
আগস্ট ৬, ২০২১ : সুইসাইড স্কোয়াড (ডিসি ফিল্মস)
নভেম্বর ৫, ২০২১ : ইটারনালস (মার্ভেল স্টুডিওস)

ডিসেম্বর ১৭, ২০২১ : স্পাইডার ম্যান : ফার ফ্রম হোম (সনি পিকচারস এবং মার্ভেল স্টুডিওস)
ফেব্রুয়ারি ১১, ২০২২ : থর : লাভ এন্ড থান্ডার (মার্ভেল স্টুডিওস)
মার্চ ৪, ২০২২ : দ্য ব্যাটম্যান (ডিসি ফিল্মস)
মার্চ ২৫, ২০২২ : ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্যা মাল্টি ভারস অফ ম্যডনেস (মার্ভেল স্টুডিওস)
মে ৬,২০২২ : ব্ল্যাক প্যান্থার ২ (মার্ভেল স্টুডিওস)
জুলাই ৮, ২০২২ : ক্যাপ্টেন মার্ভেল ২ (মার্ভেল স্টুডিওস)