• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

করোনাকালে দেশে এলো সর্বোচ্চ রেমিট্যান্স

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ জুলাই ২০২০  

বৈশ্বিক মহামারী করোনায় থমকে গেছে দেশের অর্থনীতি। ধস নেমেছে ব্যবসা-বাণিজ্যে। এই অচলাবস্থার মধ্যে বিদায়ী অর্থবছরেরর শেষ মাসে অর্থাৎ জুনে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ৮০ লাখ ডলার। এটি দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংক সূত্রে বুধবার (১ জুলাই) এ তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, বিদায়ী অর্থবছরে রেমিট্যান্স এসেছে এক হাজার ৮০৮ কোটি ডলার। এক অর্থবছরে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স। আগের অর্থবছরে এসেছিল ১ হাজার ৬৪২ কোটি ডলার। সেই হিসেবে রেমিট্যান্স বেড়েছে ১০ দশমিক ১০ শতাংশ। আর ২০১৭-১৮ অর্থবছরে আসে ১ হাজার ৪৯৮ কোটি ডলার। দেশে সর্বপ্রথম রেমিট্যান্স দেড় হাজার কোটি ডলারের ঘর অতিক্রম করে ২০১৪-১৫ অর্থবছরে। এর পর হুন্ডির কবলে পড়ে রেমিট্যান্স কমতে থাকে। ২০১৫-১৬ অর্থবছরে আসে ১ হাজার ৪৯৩ কোটি ডলার। পরের অর্থবছর তা আরও কমে ১ হাজার ২৭৭ কোটি ডলারে নেমে আসে।

এ পরিস্থিতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হুন্ডি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের পর থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আসা বাড়তে থাকে। গত অর্থবছরের শুরু থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ নগদ প্রণোদনা দিচ্ছে সরকার। এর পর থেকে রেমিট্যান্স বাড়তে থাকে। কিন্তু করোনার কারণে ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলে পরিমাণ অনেক কম আসে। এর পরও অর্থবছর শেষে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে।