• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

করোনা শনাক্তে ঢাকায় যুক্ত হলো আরেকটি ল্যাব

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ আগস্ট ২০২০  

করোনাভাইরাস শনাক্তে আরও একটি আরটি পিসিআর পরীক্ষাগার যুক্ত হয়েছে। বেসরকারি পর্যায়ে ঢাকার নোভাস ক্লিনিক্যাল রিসার্চ সার্ভিস লিমিটেডে এটি স্থাপিত হয়েছে। এ নিয়ে মোট করোনা পরীক্ষাগারের সংখ্যা দাঁড়াল ৮৫টিতে। রোববার (৯ আগস্ট) দুপুরে করোনা বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ৮৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ১৪টি এবং পরীক্ষা হয়েছে ১০ হাজার ৭৫৯টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৬০ হাজার ৩১৯টি। ২৪ ঘণ্টায় যা নমুনা সংগ্রহ হয়েছে, তাতে শনাক্ত হয়েছে ২ হাজার ৪৮৭ জন। এ পর্যন্ত শনাক্ত ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ১২ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৮ হাজার ৩৭০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৪ জন এবং এ পর্যন্ত ‍মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৩৯৯ জন। শনাক্ত বিবেচনায় ‍মৃত্যুর হার এক দশমিক ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ৩ জন।