• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

করোনা মোকাবিলায় জনপ্রতিনিধিদের আরও বেশি সম্পৃক্ত করার নির্দেশ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ মে ২০২০  

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের আরও বেশি সম্পৃক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩০ মে) সকালে গণভবনে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ কথা জানান।

প্রেসসচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (শনিবার) সকালে গণভবনে স্বাস্থ্যসেবা সম্পর্কিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় স্থানীয় জনপ্রতিনিধিদের কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে আরও বেশি সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন।

প্রেসসচিব জানান, সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবং আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়া বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। সভায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবং আক্রান্তদের চিকিৎসায় কমিটির নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে পর্যালোচনা করা হয় বলেও জানান ইহসানুল করিম।