• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

করোনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর দায়ে যুবক আটক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০  

 


করোনাভাইরাস ও সরকারি কার্যক্রম নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের দায়ে মোস্তাফিজুর রহমান (৩২) নামে একজন যুবককে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে একটি মোবাইলফোন সেট, সিম ও মেমোরি কার্ড জব্দ করা হয়।

জানা যায়, ৮ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে তাকে যশোর সদরের বালিয়াঘাটা-লাউখালি এলাকা থেকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন এই তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানায়, ৮ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন এবং স্কোয়াড কমান্ডার এএসপি সোহেল পারভেজের নেতৃত্বে একটি দল মোস্তাফিজুর রহমানকে আটক করেন। মোস্তাফিজ তার মোবাইলফোনের মাধ্যমে করোনাভাইরাস ও সরকারি কার্যক্রম নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছিল। সে ওই এলাকার মোজাফ্ফর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।