• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

করোনা ও বন্যা পরিস্থিতিতে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৩ জুলাই ২০২০  

দেশে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধ এবং উত্তর ও পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। নিয়েছে সঠিক ও নানা কার্যকরী পদক্ষেপ। যার ফলে দিন দিন পরিস্থিতির উন্নতি ঘটছে। কিন্তু দেশের এমন পরিস্থিতিতে সরকার ও জনগণের পাশে না দাঁড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে বিএনপি। 

তারা দেশের মানুষের সহায়তায় কোনো কার্যক্রম গ্রহণ না করে সরকারের ইতিবাচক কর্মতৎপরতার বিরুদ্ধে লাগামহীন মিথ্যাচার করে যাচ্ছে।

ক্ষমতাসীন দলের রাজনীতিবিদরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগ বা স্বাভাবিক সময়ে কখনো জনগণের সেবায় আত্মনিয়োগ করেনি বিএনপি। বিশ্বের বিভিন্ন দেশে সংকট সমাধানে বিরোধী রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। করোনা তহবিল গঠন, ত্রাণ কার্যক্রম, করোনা ক্যাম্পাস চালুসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করে সরকারকে সহযোগিতা করছে। সরকার বারবার বিএনপিকে আহ্বান জানালেও দায়িত্বশীল ভূমিকা পালন না করে সরকারের বিরুদ্ধে ঢালাওভাবে সমালোচনা করে যাচ্ছে। যা একটি রাজনৈতিক দলের কাছে কোনোভাবেই কাম্য নয়।

প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে বন্যা হয়েছে। একই অবস্থা কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধায়।

সূত্র জানায়, পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে তাৎক্ষণিক জরুরি ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাদের যেকোনো প্রয়োজনে নিজেদের আত্মনিয়োগ করছেন। পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়মিত খোঁজ-খবর রাখছেন। এছাড়া সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক বন্যা পরিস্থিতি তদারকি করা হচ্ছে।

অথচ বিএনপির কেন্দ্রীয় কমিটির কোনো নেতাই এখনো পর্যন্ত বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসেনি। তাদেরকে মাঠে না দেখা গেলেও টিভি কিংবা প্রেস ব্রিফিংয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করতে দেখা গেছে ঠিকই।

গত শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বন্যাকবলিত এলাকার মানুষের সাহায্য করা হচ্ছে না বলে সরকারের সমালোচনা করেন। বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে ক্ষমতাসীন দলের নেতারা বলেন,  নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের ওপর দায় চাপাচ্ছে বিএনপি। এটা তাদের একটা পুরনো কৌশল। সন্দেহাতীতভাবে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষেই তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।