• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কঙ্গোতে বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন শুরু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০  

বাংলাদেশ বিমান বাহিনী কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট প্রতিস্থাপন শুরু করতে যাচ্ছে। এ নিয়ে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বলেন, কঙ্গোতে বিমান বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের মাধ্যমে দেশের সুনাম বয়ে আনতে হবে।

অনুষ্ঠানে বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর ৩টি কন্টিনজেন্ট এ সর্বমোট ৩২০ জন বিমান বাহিনীর সদস্য, ১টি C-130B পরিবহন বিমান, ৬টি MI-17 হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট যন্ত্রপাতি রয়েছে।