• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

কখনও তিনি ‘মেজর’, কখনও ‘কর্নেল’

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০  

কখনও সেনাবাহিনীর মেজর আবার কখনও কর্নেল পরিচয়ে প্রতারণার অভিযোগে কুমিল্লা থেকে মো. ইমামুল ফেরদৌস সোহাগ (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সোহাগকে আটক করে র‌্যাব। গ্রেপ্তার সোহাগ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার নওহাটা গ্রামের জামাল হোসেনের ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, কখনও সেনাবাহিনীর মেজর ও লে. কর্নেল, আবার কখনও কর্নেল পরিচয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন সোহাগ। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। কখনও নিজেকে তাসফিক, ফেরদৌস আবার কখনও সোহাগ নামে পরিচয় দিতেন তিনি।

র‌্যাব জানায়, আটকের পর সোহাগের কাছ থেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ের একটি ভূয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়াও চাকরি দেয়ার নামে অনেকের কাছ থেকে নেয়া তাদের সার্টিফিকেট, প্রশংসাপত্র, জন্ম নিবন্ধন সনদ, চারিত্রিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার করা হয়। সোহাগের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।