• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

এবার চীনের সেই `রহস্যজনক ভাইরাস` যুক্তরাষ্ট্র ও তাইওয়ানে

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০  

 

চীনে ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছে 'রহস্যজনক ভাইরাস'। নতুন ভাইরাসে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের দুইজন আক্রান্ত হয়েছেন। দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও জাপানের পর এবার এই দুই দেশে করোনা ভাইরাসটিতে আক্রান্তের সন্ধান মিলল।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, গত ১৫ই জানুয়ারি চীনের উহান থেকে আক্রান্ত ব্যক্তি সীটল শহরে এসেছেন। তিনি যুক্তরাষ্ট্রের বাসিন্দা। আর তাইওয়ানে আক্রান্ত হয়েছেন একজন নারী, তিনি উহানে কাজের সুবাদে গিয়েছিলেন।  

সম্প্রতি দেশে ফেরার পর বিষয়টি ধরা পড়ে। খুব প্রয়োজন না হলে উহানে যাওয়া থেকে বিরত থাকতে বলেছে তাইওয়ান সরকার। 

এদিকে ঝুঁকি এড়াতে বিদেশি পর্যটকদের জন্য সাময়িকভাবে বর্ডার বন্ধ রেখেছে উত্তর কোরিয়া।