• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এই ফুলটি ভেঙে দিয়েছে সবচেয়ে বড় ফুলের রেকর্ড

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২০  

 

পৃথিবীর বুকে সন্ধান মিলল সব থেকে বড় ফুলের। তাও আবার খোদ ইন্দোনেশিয়াতে। আবিষ্কার করেছেন সে দেশের বিশেষজ্ঞরাই। লাল রংয়ের ওই ফুলের নাম র‍্যাফ্লেশিয়া তুয়ান মুদাই। ফুলতির আকৃতি প্রায় ১১১ সেন্টিমিটার বা ৩.৬ ফুট। এছাড়াও ঘন লাল আকৃতির ওই ফুল ভেঙে দিয়েছে সব থেকে বড় ফুলের রেকর্ড।

বেশ কিছু বছর আগে পাওয়া পশ্চিম সুমাত্রার একটি ফুল যার আকার ছিল ১০৭ সেন্টিমিটার। সেটি ছিল সব থেকে বড় ফুল। কিন্তু ইন্দোনেশিয়ার এই ফুলটি উদ্ধার হওয়ার পরে সেই রেকর্ড ভেঙে দিল বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
 
আদে পুত্রা নামের এক বিশেষজ্ঞ জানিয়েছেন, এখনও পর্যন্ত সব থেকে বড় আকৃতির ফুলের রেকর্ডে নিজের নাম লিখিয়েছে এই ফুলটি। এছাড়াও জানিয়েছেন নষ্ট হয়ে ঝরে যাওয়ার এক সপ্তাহ আগেই এই ফুলটি ফুটেছিল।

যদিও এই ফুলের অংশ বিশেষজ্ঞরা তাদের সঙ্গে নিয়ে গিয়েছেন পরীক্ষার জন্য। এই ফুলটি এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব অংশের বেশ কিছু জায়গাতে হয়ে থাকে। এছাড়াও ফিলিপাইন্সেও হয়ে থাকে। খাদ্যাভ্যাসের দিক থেকে জানা গিয়েছে এই ফুলটি বিশেষ ধরনের গন্ধের সাহায্যে পোকামাকড়কে আকৃষ্ট করে খেয়ে থাকে।