• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

ঈদের পরও কোনো কর্মসূচি নেই বিএনপির

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১১ মে ২০২১  

ক্ষমতা হারানোর পর থেকে প্রতি বছরই ঈদের পর নানা আন্দোলন-সংগ্রামের কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। তবে বরাবরই ঈদ শেষে খোলা মুড়ির মতো নেতিয়ে যায় বিএনপি। এ নিয়ে প্রতিবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নানা ট্রলের সম্মুখীন হতে হয়েছে।

এবারও বিএনপি আগে থেকেই ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল। তবে করোনা পরিস্থিতির পাশাপাশি খালেদা জিয়ার বিদেশ নেয়ার ইস্যুতে দ্বিধাগ্রস্ত বিএনপির নেতারা।

তাই এবার ঈদের পর বিএনপি কী আন্দোলনের ডাক দেবে, নাকি ভিন্নপথ অবলম্বন করবে, সেটি নিয়েও আগ্রহের কমতি নেই সাধারণ মানুষের।

এসব বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক সিনিয়র নেতা বলেন, দেখুন, আমরা আন্দোলনের মধ্যেই আছি। প্রতিদিন প্রেসব্রিফিং করাটাও আন্দোলনের অংশ। ঈদের পর আন্দোলন নিয়ে দলের অভ্যন্তরে নানা মত রয়েছে। কিছু সংকীর্ণতার কারণে আমরা ঘোষণা দিয়েও কোনো ঈদের পর আন্দোলন করতে পারিনি- এটা সত্যি। 

তিনি আরো বলেন, তবে আমাদের আন্দোলনের ইচ্ছা আছে। সেটা ঈদের পরও হতে পারে বা আগেও হতে পারে। এসবই নির্ভর করছে পরিস্থিতির ওপর।

তিনি বলেন, আপাতত পরিস্থিতি শান্ত, তাই এবার ঈদের পর অন্তত আন্দোলন হচ্ছে না। তবে আমরা প্রতিনিয়ত দাবি জানিয়ে যাব।

জানতে চাইলে দলের স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ঈদের পর আন্দোলন নিয়ে কম কথা শুনতে হয়নি। একটা কথা বলতে গিয়ে বলেছিলাম ঈদের পর আন্দোলন হবে, সেটি নিয়ে তো প্রতিনিয়ত ট্রলের শিকার হয়ে নাস্তানাবুদ হচ্ছি আমরা।