• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ঈদ সামনে রেখে সক্রিয় জালটাকা চক্র, মূলহোতাসহ গ্রেফতার ৬

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ জুন ২০২০  

ঈদ সামনে রেখে ফের রাজধানীতে সক্রিয় জালটাকা চক্র। র‌্যাব রাজধানীর মিরপুর ও বসুন্ধরায় অভিযান চালিয়ে ভারতীয় রুপিসহ প্রায় চার কোটি টাকার জাল নোট জব্দ করে। আটক করে চক্রের ৬ সদস্যকে। তিন ধাপে এ টাকা বানানোর কাজ করে চক্রের সদস্যরা। জাল টাকা চক্রে নারী ও কিশোর সদস্য রয়েছে বলে জানায় র‌্যাব।

ঈদুল আজহাকে কেন্দ্র করেই জালটাকার এমন কারবার। জাল টাকা বানানো ও বাজারজাত করার ধরণেও এসেছে পরিবর্তন। চক্রের মূল হোতা সেলিম ময়মনসিংহ থেকে সব কিছু মনিটর করে। বাকী সদস্যরা টাকা ছাপানোর প্রস্তুতি নেয়ার পর ঢাকায় এসে টাকা ছাপান সেলিম।

র‍্যাব লিগ্যাল মিডিয়া উইং সারওয়ার বিন কাশেম বলেন, মূলহোতা সেলিম নিজে থাকে ময়মনসিংহে। কিন্তু তার সহকর্মীরা ঢাকায় বসে এসব বানায়। সব কাজ শেষ হলে সে ঢাকায় এসে নিজ হাতে টাকা ছাপায়। কারণ এই কাজ সে কাউকে শেখাতে চায় না।

দুই দিন যাবত বসুন্ধরা ও মিরপুরে অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেফতার করে র‌্যাব। ব্রিফিং-এ জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতে বানানো টাকা রাখা হয় ভিন্ন ভিন্ন জায়গায়। টাকার কাগজ কাটা হয় পুরানো ঢাকায়।

সারওয়ার বিন কাশেম আরো বলেন, তারা বসুন্ধরায় বাসা নিয়েছে। প্রিন্টের কাজ সেলিম নিজে এসে করে। মূলহোতা সেলিম ২০১৮ সালে জালটাকাসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়। প্রায় সাত মাস আগে ছাড়া পেয়ে আবারো জাল টাকা বাজারে ছাড়ার কাজে সক্রিয় হয় সেলিম।