• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ইলিশে ভোজন

ইলিশ- বেগুনের ঝোল

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯  

উপকরণ:

ইলিশ মাছের পিস-৪টি, বেগুন টুকরো করা- ২৫০ গ্রাম, তেল-১.৫ টেবিল চামচ, পেয়াজ কুচি-১/২ কাপ, কাঁচা মরিচ ফালি- ৬টি, হলুদ গুড়া-৩/৪ চা চামচ, ধনে গুড়া-১ চা চামচ, মরিচ গুড়া-১ চা চামচ, লবণ- স্বাদমতো,পানি -২ কাপ।

প্রণালী :

ইলিশ মাছের পিসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিন। অল্প লবণ এবং ১/৩ চা চামচ হলুদের গুড়া মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। সব গুড়া মশলাগুলো কিছুটা পানিতে গুলিয়ে রাখুন। প্যানে তেলের অর্ধেকটা গরম করে মাছের পিসগুলো দিয়ে হালকা করে ভেজে উঠিয়ে নিন।বাকি তেল মিশিয়ে পেয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিন। গুলিয়ে রাখা মশলা এবং  স্বাদমতো লবণ দিয়ে কসান। ঝোলের পানি দিন ।পানি ফুটলে আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুন দিয়ে ঢেকে দিন। বেগুন আধা সিদ্ধ হলে মাছের পিসগুলো এবং কাঁচা মরিচ ফালি দিয়ে আবার ঢেকে দিন ।বেগুন সিদ্ধ হলে ঝোল পছন্দমতো টানিয়ে নামিয়ে নিন।