• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

আধাঘণ্টায় ডিএসইতে ২০০ কোটি টাকার লেনদেন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২০  

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বেশ ভালো গতি দেখা যাচ্ছে। আধাঘণ্টার মধ্যে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০০ কোটি টাকার লেনদেন হয়ে গেছে।

লেনদেনে ভালো গতি দেখা গেলেও মূল্য সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

বরাবরের মতো এদিন লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে পাঁচ মিনিটে ডিএসইর প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট বেড়ে যায়।

তবে এরপরই বেশকিছু প্রতিষ্ঠানের দরপতন হয়। ফলে নিম্নমুখী হতে থাকে সূচক। এক পর্যায়ে ডিএসইর প্রধান সূচক ২ পয়েন্ট কমে যায়।

এরপর আবার কিছু প্রতিষ্ঠানের দাম বাড়ায় সকাল ১০টা ৩২ মিনিটে ডিএসইর প্রধান সূচক দশমিক ৩২ পয়েন্ট বেড়েছে। তব অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ্ ১ পয়েন্ট কমেছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৮৮টির। আর ৭৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২১১ কোটি পাঁচ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে তিন কোটি ৩৮ লাখ টাকা।

লেনদেনে অংশ নেয়া ৮০ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।