• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

আকাশ থেকে পড়ল আগুনের গোলা!

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ মার্চ ২০২০  


 আকাশ থেকে পড়ছে আগুনের গোলা! এমন দৃশ্য দেখে যে কেউ ভয় পাবে। ভয় পাওয়াটাও স্বাভাবিক। ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে সম্প্রতি এমন অদ্ভূত দৃশ্যই দেখা গেছে। যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।
সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার প্রবল বৃষ্টির মধ্যেই মানুষ দেখতে পান, আকাশ থেকে এক বিরাট আগুনের গোলা আকাশ থেকে ধেয়ে আসছে। রেল স্টেশনের কাছে তা বিকট শব্দে আছড়ে পড়ে। দমকলকে খবর দেওয়া হয়। সেখানে জানানো হয়, একটা উল্কা মাটিতে আছড়ে পড়েছে।

দমকল বিভাগের কর্মকর্তারা জ্বলন্ত বস্তুটিকে নেভানোর পর সেটিকে পরীক্ষা করে দেখেন। ভূতত্ত্ববিদ এসে পরীক্ষা করে দেখেন এবং জানান যে উল্কা বলে তো মনে হচ্ছে না। বস্তুটি প্রধানত সোডিয়াম মৌল দিয়ে তৈরি। যা পানির সংস্পর্শে এলেই জ্বলতে শুরু করে। আপাতত সেটিকে লৌখনয়ের ল্যাবে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।