• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

অসহায় পরিবারের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন রাজৈর থানা পুলিশ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

 

করোনা ভাইরাসের প্রভাব যেনো ছড়িয়ে না পড়ে তাই গত ১২ এপ্রিল রাজৈর উপজেলা লকডাউন ঘোষনা করে মাদারীপুর জেলা প্রশাসক। আর এই লকডাউনের জন্য অনেক পরিবার অসহায় ও কর্মহীন হয়ে পডেছে। এই অবস্থায় রাজৈর থানা পুলিশ ও জেলা পুলিশের নিজস্ব অর্থায়নে অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়িয়েছে রাজৈর থানা পুলিশ। অসহায় কোন কেউ ফোন কলের মাধ্যমে অথবা সরাসরি সাহায্য চাইলে মিলছে তাদের খাদ্য সামগ্রী । আর এর ধারাবাহিকতায় আজ সোমবার দুপুরে  রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের ঋষিপল্লীর ১৮ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ও তাদের খোঁজখবর নিলেন রাজৈর থানা পুলিশ। এ পর্যন্ত ১৫০ টি পরিবারকে এভাবে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে রাজৈর থানা পুলিশের পক্ষ থেকে। এ পরিস্থিতি যতদিন থাকবে ততদিন অসহায় ও কর্মহীন পরিবার গুলোকে খাদ্য সামগ্রী উপহার স্বরুপ দেওয়া হবে বলে জানিয়েছে রাজৈর থানার পুলিশ।
জানতে চাইলে রাজৈর থানার অফিসার ইনচার্জ খোন্দকার শওকত জাহান বলেন, পুলিশের ধর্মই হচ্ছে মানব সেবা। মানুষের কল্যানের জন্য পুলিশ। তাই রাজৈর উপজেলার কোন মানুষ যেন কষ্টে না থাকে তার দায়িত্বও এখন থেকে পুলিশের। কারো ঘরে খাবার নেই এমন ফোন আসা মাত্রই আমরা তাদের ঘরে খাবার পৌঁচ্ছে দিবো। পুলিশের সদস্যরা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার পৌঁচ্ছে দিচ্ছে। শুধু অসহায় পরিবার নয়, আমরা মধ্যবৃত্তের ঘরেও খাবার পৌঁচ্ছে দিচ্ছি। আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।