• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

অলিম্পিক স্থগিত হওয়ায় ভয়াবহ লোকসানের মুখে জাপান

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

নানা বিতর্কের অবসান ঘটিয়ে অলিম্পিক গেমস পেছানোয় অ্যাথলিটরা স্বস্তিতে থাকলেও, বিপাকে পড়েছে আয়োজক দেশ জাপান। বড় অঙ্কের লোকসানের মুখে পড়তে যাচ্ছে দেশটি। গবেষকদের ধারণা, যে ক্ষতির পরিমাণ হতে পারে ছয়শো কোটি মার্কিন ডলার। এদিকে, লকডাউনের কারণে আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে ফুটবলার ও স্টাফদের বেতন কর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।

চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগা সহ ইউরোপীয় ফুটবলের সব মেগা ইভেন্ট স্থগিত হয়েছে আগেই। পিছিয়েছে ক্রিকেট, টেনিস সহ সব খেলা। কিন্তু, টোকিও অলিম্পিক কমিটি যেনো গোঁ ধরে বসে ছিলো। করোনা আতঙ্ক সত্ত্বেও পূর্বনির্ধারিত তারিখ ২৪ জুলাইয়ে আসর শুরু করার কথা বলে আসছিলো তারা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও সমর্থন দিচ্ছিলো তাদের। যদিও পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় অস্ট্রেলিয়া ও কানাডার নাম প্রত্যাহারের পর, নানা মহলের চাপে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছে দু'পক্ষই।

কিন্তু, গ্রেটেস্ট শো অন আর্থ স্থগিত হওয়ায় অর্থনৈতিকভাবে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে জাপান। একদল গবেষকের মতে ৬ বিলিয়ন মার্কিন ডলার লোকসান হবে তাদের।

চলমান করোনা পরিস্থিতিতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে বার্সেলোনার ফুটবলাররাও। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের জরিপে বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে বেশি আয়ের ফুটবলার লিওনেল মেসি। কিন্তু, এই জরিপ প্রকাশের পরদিনই দুঃসংবাদ পেলেন এলএমটেন।

মাঠে নেই খেলা। লকড ডাউন শহর। লোকসান গুনতে হচ্ছে হোসে মারিয়া বার্তোমিউকে। তাই মেসি-সুয়ারেজ-গ্রিজম্যানদের বেতনের ওপর কোপ পড়ছে বার্সা সভাপতির। শুধু ফুটবলারই না, স্টাফদেরও বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।