• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

অজ্ঞানপার্টির চার সদস্যকে আটক করেছে র‌্যাব-৮

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২০ জুলাই ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর থেকে ছিনতাই হওয়ায় ইজিবাইক ও মোবাইল শরিয়তপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব-৮। এ সময় অজ্ঞানপার্টির ৪ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে শরিয়তপুরের পালং থেকে ২জন ও জাজিরা থেকে ২জনকে আটক করা হয়। আটককৃতরা হলো, মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের আদল উদ্দিন শেখের ছেলে মো. দিদার শেখ (৩৮), শরীয়তপুরের পালং থানাধীন আমতলী গ্রামের মৃত কালাই বেপারীর ছেলে আবুল কালাম (৪৫), মনকোলা গ্রামের ফজলুল হক বেপারীর ছেলে মো. শহিদুল ইসলাম (৩২) ও নীলকান্দি গ্রামের মোবারক আলী মুন্সীর ছেলে মেহেদী হাসান সাইফুল (৩৭)।

র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো. তাজুল ইসলাম জানান, গত ১৫ জুলাই সকালে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর থেকে ইজিবাইক ভাড়া করে পুরাতন ফেরিঘাট এলাকার দিকে ওঠে ৪ যাত্রী। এ সময় চালক রিফাত শেখকে নাক ও মুখ চেপে ধরে কোমড়ে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাস্তায় ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে চালকের ইজিবাইক ও মোবাইল ফোনটি নিয়ে যায় অজ্ঞানপার্টির সদস্যরা। এই অভিযোগের প্রেক্ষিতে শরিয়তপুর থেকে অজ্ঞানপার্টির সক্রিয় ৪ সদস্যকে আটক করে র‌্যাব। উদ্ধার করা হয় ইজিবাইক ও মোবাইল ফোন। মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামের রিপন শেখের ছেলে ইজিবাইক চালক রিফাত শেখ (১৯) এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।