• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২  

ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত সাগর সৈকত কুয়াকাটা। লম্বা ছুটি থাকায় প্রচুর লোকসমাগম হবে জানিয়ে নানা উদ্যোগ নিয়েছে ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসন। এরই মধ্যে কুয়াকাটার অধিকাংশ হোটেল-মোটেল অগ্রিম বুকিং শেষ হয়ে গেছে।

পৃথিবীর দুটি জায়গা থেকে একসঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। একটি জাপান, অপরটি সৈকত কুয়াকাটা।

নয়নাভিরাম এই দৃশ্য দেখতে প্রতি ঈদে পর্যটকদের ভিড় হয়। তবে গত দু-বছর করোনার ধাক্কায় লোকসমাগম হয়নি। এবার ব্যাপক দর্শনার্থী ছুটবেন কুয়াকাটায়। এরই মধ্যে স্থানীয় অধিকাংশ হোটেল-মোটেলের বুকিং শেষ। পর্যটক বরণে সব প্রস্তুতি নিয়েছেন ব্যবসায়ীরা।
 
পর্যটক সমাগম অনেক বেশি হলে আগের বছরের লস পুষিয়ে নেওয়া সম্ভব বলে জানান কুয়াকাটা হোটেল-মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোতালেব শরীফ।

কুয়াকাটা টুরিস্ট পুলিশ পরিদর্শক এম এ মিজানুর রহমান বলেন, দর্শনার্থীদের নিরাপত্তায় তৎপর রয়েছে প্রশাসন। কুয়াকাটায় সূর্যোদয়, সূর্যাস্ত, রাখাইন পল্লি, ঝাউবন, বৌদ্ধমন্দির, শুঁটকি পল্লি ছাড়াও দেখার আছে অনেক কিছুই। লম্বা ছুটিতে এবার প্রিয়জনকে নিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে যাবেন অনেকে।