• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

টাঙ্গুয়ার হাওরে রাত যাপন নিষিদ্ধ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০  

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সুনামগঞ্জের তাহিরপুরের সব পর্যটন স্পটে রাত যাপন নিষিদ্ধ করেছে প্রশাসন। এর মধ্য উল্লেখযোগ্য স্পট হচ্ছে টাঙ্গুয়ার হাওর ও টেকেরঘাট নিলাদ্রি লেক।

সোমবার সকাল থেকে উপজেলা জুড়ে মাইকিং করে বিষয়টি জানিয়ে দেন তাহিরপুরের ইউএনও পদ্মাসন সিংহ।

জানা গেছে, চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সুনামগঞ্জের পর্যটন স্পটগুলোতে পর্যটকের জন্য নিষিদ্ধ করা হয়। পরে সীমিত পরিসরে স্পটগুলো খুলেও দেয়া হয়। এতে টাঙ্গুয়ার হাওর ও টেকেরঘাট নিলাদ্রি লেকে পর্যটকদের ভিড় বাড়তে থাকে। পাশাপাশি স্পটগুলো রাত যাপনের বিষয়টি উল্লেখযোগ্য হারে বেড়েছে। তাই করোনা প্রতিরোধে দুটি স্পটে রাত যাপন নিষিদ্ধ করা হয়েছে। তবে দিনের বেলায় স্বাস্থ্যবিধি মেনে নৌকা যোগে হাওর ও লেক ঘুরতে পারবেন পর্যটকরা। 

তাহিরপুরের ইউএনও পদ্মাসন সিংহ বলেন, করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে পর্যটকদের টাঙ্গুয়ার হাওর, নিলাদ্রি লেকসহ উপজেলার সব পর্যটন স্পটে রাত যাপন নিষিদ্ধ করা হয়েছে। 

তিনি আরো বলেন, পর্যটকরা উপজেলা প্রশাসনকে জানিয়ে দিনের বেলা পর্যটন স্পটগুলোতে এলে স্বাস্থ্যবিধি মেনেই তাদের সহযোগিতা করা হবে। রাতে স্পটগুলোতে অবস্থান রোধে পুলিশের টহল অব্যাহত থাকবে।