• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন

সমীকরণে যেভাবে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩  

এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে ফাইনালের দৌড় থেকে অনেকটাই ছিটকে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তান ও দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে পরাজয়ের তিক্ত স্বাদ পায় সাকিবের দল। তবে কাগজে-কলমে এখনো আসরে টিকে আছে টাইগাররা।
আসরের ফাইনাল খেলতে হলে ভারতকে হারানোর কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। তবে রোহিত শর্মাদের শুধু হারালেই হবে না, বাংলাদেশকে তাকিয়ে থাকতে বাকি তিন দলের দিকেও। যেখানে বাংলাদেশকে আসরে টিকিয়ে রাখতে হলে সুপার ফোরের সবগুলো ম্যাচ জিততে হবে পাকিস্তানকে।

বাংলাদেশকে হারানো পাকিস্তানের নিজেদের পরের দুই ম্যাচে ভারত ও শ্রীলংকাকে হারাতে হবে। টানা তিন ম্যাচে জয় পেলে তাদের সংগ্রহ হবে ৬ পয়েন্ট। শ্রীলংকা এরই মধ্যে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে। বাকি দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের বিপক্ষে হারতে হবে লংকানদের।

সেক্ষেত্রে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে সুপার ফোর পর্ব শেষ করবে লংকানরা। অন্যদিকে, ভারতকে হারতে হবে পাকিস্তান ও বাংলাদেশের কাছে। তবে জয় পেতে হবে লংকানদের বিপক্ষে। ফলে গ্রুপ পর্ব শেষে তাদের নামের পাশেও থাকবে ২ পয়েন্ট।

পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে হেরে বাংলাদেশের পয়েন্ট এখন শূন্য। তবে ভারতের বিপক্ষে জিতলে টাইগাররা পাবে ২ পয়েন্ট। ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তান ফাইনাল নিশ্চিত করলেও তখন বাকি তিন দলের পয়েন্ট হবে সমান ২ করে। সেক্ষেত্রে ফাইনালে পাকিস্তানের সঙ্গী নির্বাচন করতে হবে নেট রানরেটের ভিত্তিতে।

সবমিলিয়ে বাংলাদেশের জন্য ফাইনালের সমীকরণটা অনেক কঠিন হলেও অসম্ভব  নয়।