• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে যা লিখলো রোনালদোর ক্লাব

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩  

শুধু সমর্থন জুগিয়েই বিশ্বজুড়ে পরিচিত পেয়েছে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার মানুষ এখন যেমন বাংলাদেশের নাম জানে, তেমনই ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌজন্যে তার ক্লাবx জেনে গেছে বাংলাদেশি সমর্থকদের খবরা-খবর। এর প্রমাণ মিললো (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে রোনালদোর বর্তমান ক্লাব আল নাসর। সৌদি প্রো লিগের ক্লাবটি তাদের ভেরিফায়েড ইনস্টাগ্রাম পেজে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রং দিয়ে একটি ছবি বানিয়ে লিখেছে, ‘বাংলাদেশ, স্বাধীনতা দিবস ২৬.০৩.২৩।’ এরপর ক্যাপশনে যোগ করেছে, ‘শুভ স্বাধীনতা দিবস, বাংলাদেশ।’

রোনালদোর সৌজন্যে আল নাসরের বাংলাদেশি ভক্তের সংখ্যা প্রচুর। তাই আল নাসর কর্তৃপক্ষও এখন বাংলাদেশি ভক্তদের খোঁজ খবর রাখছে।

মূলত কাতার বিশ্বকাপ থেকেই আর্জেন্টিনার জনগণ এবং ফুটবলারদের কাছে বাংলাদেশি সমর্থকদের খবর পৌঁছে যায়। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এমনকি মেসিও বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ দিয়েছিলেন। এবার  রোনালদোর সৌজন্যে আল নাসর বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানালো।