• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ম্যাচ পরিত্যক্ত, বাংলাদেশের রেকর্ডগুলোর কী হবে?

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩  

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আগে ব্যাট করে ক্রিকেটারদের ব্যক্তিগত মাইলফলক স্পর্শের পাশাপাশি দলীয়ভাবেও অনন্য রেকর্ড গড়েছে টাইগাররা।
ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় অনেকের মনেই প্রশ্ন, এখন বাংলাদেশ দল বা মুশফিক-তামিম-লিটনদের রেকর্ডের কী হবে? সেসব কি পরিসংখ্যানে অন্তর্ভূক্ত হবে নাকি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সব বাদ পড়বে?

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ তিন ফরম্যাট মিলিয়ে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। লিটন দাস পেরিয়েছেন ওয়ানডেতে ২০০০ রানের মাইলফলক। নাজমুল হোসেন শান্তর আজকের খেলা ৭৩ রানের ইনিংসটি তার ক্যারিয়ার সেরা।

এছাড়া প্রায় দুই বছর পর নবম ওয়ানডে সেঞ্চুরির স্বাদ পেয়েছেন মুশফিকুর রহিম। এটির মাহাত্ম্য আলাদা, কারণ বলের হিসেবে এটাই বাংলাদেশের দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি। সবার নৈপুণ্যে আজ বাংলাদেশ পেয়েছে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড।

টাইগার ভক্তদের জন্য সুসংবাদ, আজকের ম্যাচের সকল রেকর্ডই ক্রিকেটীয় পরিসংখ্যানের অন্তর্ভূক্ত হবে। অর্থাৎ, ক্রিকেটারদের ব্যক্তিগত বা দলীয় সব পরিসংখ্যানই হিসেবে থাকবে। ফলে দেশের ক্রিকেটভক্তদের চিন্তা বা মন খারাপ করার কিছু নেই।

মূলত কোনো ম্যাচে টস হলেই সেটির সবকিছু পরিসংখ্যানের অন্তর্ভূক্ত হয়ে যায়। এরপর একটি বল না গড়ালেও একাদশের প্রত্যেকের নামের পাশে ম্যাচটি যোগ হয়। এ কারণেই আজকের ম্যাচের সব তথ্য ক্রিকেটারদের ক্যারিয়ারে যুক্ত হবে। তবে টস না হলে ম্যাচটি পরিসংখ্যানের অন্তর্ভূক্ত হতো না।