• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

৬৪ বছর পর মূল মঞ্চে ওয়েলস, লড়াইটা বেল বনাম যুক্তরাষ্ট্রের!

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২  

দীর্ঘ ৬৪ বছর পর বিশ্বকাপের মূল মঞ্চে খেলার অপেক্ষায় ওয়েলস। গ্রুপপর্বের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। আহমাদ বিন আলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টায় শুরু হবে দুদলের ম্যাচটি।

বিশ্বকাপে ৬৪ বছর খেলা হয়নি ওয়েলসের। ১৯৫৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পেলের ব্রাজিলের কাছে ১-০ গোলে হেরে থেমেছিল তাদের স্বপ্নযাত্রা। সেই খরা কাটিয়ে কাতার বিশ্বকাপে ফিরছে তারা। প্রতিপক্ষ হিসেবে তারা প্রথম ম্যাচেই পাচ্ছে যুক্তরাষ্ট্রকে। যারা গেল রাশিয়া বিশ্বকাপে খেলতে পারেনি। ফলে দুদলের জন্যই ম্যাচটি মর্যাদার।

তবে আহমাদ বিন আলি স্টেডিয়ামের লড়াইটা যেন বেল বনাম যুক্তরাষ্ট্রের। কারণ, বেলের বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসি। যুক্তরাষ্ট্র দলের অনেকেই তার ক্লাব সতীর্থ।

তাই বেলকে থামাতে ফাউলের কোনো বিকল্প দেখছেন না মার্কিন মিডফিল্ডার কেলিন অ্যাকোস্টা। লড়াইয়ে নামার আগে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সবাই জানে বেল কতটা বিপজ্জনক খেলোয়াড়। কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে বলতে পারি, স্বস্তিতে খেলতে দিলে বেল আমাদের শেষ করে দেবে। তাকে জায়গা দেয়া যাবে না। এ জন্য শুরু থেকেই তাকে আক্রমণে রাখতে হবে।’

ওয়েলসে যেমন গ্যারেথ বেল আর রামসিদের ওপর নজর থাকবে সবার, তেমনি যুক্তরাষ্ট্রে পুলিসিচ, ফেরেইরা, রবিনসনরা থাকবেন জ্বলে ওঠার অপেক্ষায়। সব মিলিয়ে দুদলই চাইবে জয় দিয়ে আসর শুরু করতে।

আগের দুই দেখায় ২০০৩ সালে ওয়েলসের বিপক্ষে জয়ের দেখা পেয়েছিল যুক্তরাষ্ট্র। সবশেষ ২০২০ সালে দুদলের ম্যাচ হয়েছিল গোলশূন্য ড্র। আর যুক্তরাষ্ট্র সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে জয় পায়নি। আর ওয়েলস শেষ পাঁচ ম্যাচে জয়হীন।

বিশ্বকাপের ওয়েলস দল:

গোলরক্ষক: ওয়েন হেনেসি, ড্যানি ওয়ার্ড, অ্যাডাম ডেভিস
ডিফেন্ডার: নিকো উইলিয়ামস, বেন ডেভিস, বেন কাবাঙ্গো, জো রোডন, ক্রিস মেফাম, ইথান অ্যামপাডু, ক্রিস গান্টার, কনর রবার্টস, টম লকইয়ার
মিডফিল্ডার: অ্যারন রামজি, জো অ্যালেন, হ্যারি উইলসন, জো মরেল, ডিলান লেভিট, রুবিন কলউইল, জনি উইলিয়ামস, ম্যাথু স্মিথ, সোরবা থমাস
ফরোয়ার্ড: গ্যারেথ বেল, ড্যান জেমস, কিফার মুর, মার্ক হ্যারিস, ব্রেনান জনসন

২৬ সদস্যের যুক্তরাষ্ট্র স্কোয়াড:

গোলরক্ষক: ইথান হরভাথ, শন জনসন, ম্যাট টার্নার
ডিফেন্ডার: ক্যামেরন কার্টার-ভিকার্স, সার্জিনো ডেস্ট, অ্যারন লং, শাক মুর, টিম রেম, অ্যান্টোনি রবিনসন, জো স্কালি, ডিঅ্যান্ড্রে ইয়েডলিন, ওয়াকার জিমারম্যান
মিডফিল্ডার: ব্রেন্ডন অ্যারনসন, কেলিন অ্যাকোস্টা, টাইলার অ্যাডামস, লুকা দে কা টোরে, ওয়েস্টন ম্যাকেনি, ইউনুস মুসাহ, ক্রিস্টিয়ান রোল্ডান
ফরোয়ার্ড: জেসুস ফেরেইরা, জর্ডান মরিস, ক্রিস্টিয়ান পুলিসিচ, জিও রেইনা, জশ সার্জেন্ট, টিম ওয়েহ, হাজি রাইট।