• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

`নকল আইপিএল` আয়োজন করে চারজন গ্রেপ্তার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১২ জুলাই ২০২২  

কিছুদিন আগেই শেষ হয়ে গেছে আইপিএলের পঞ্চদশ আসর। কিন্তু প্রতারকরা তো আর থেমে নেই। তারা জুয়াড়িদের থেকে অর্থ হাতিয়ে নিতে নকল আইপিএল টুর্নামেন্ট আয়োজন করেছে! গুজরাটের একটি খামারে টুর্নামেন্টের ম্যাচগুলো আয়োজন করা হয়। আইপিএল দলগুলোর জার্সি পরিয়ে সেখানকার শ্রমিকদের উপস্থাপন করা হয় ক্রিকেটার হিসেবে!

ভুয়া এই টুর্নামেন্টে রাখা হয় নকল আম্পায়ার।

এমনকি বিখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলেকে নকল করার জন্য তারা একজন লোককেও নিয়োগ দেওয়া হয়! ছিল সরাসরি সম্প্রচারের ব্যবস্থা। তবে টিভিতে নয়, 'আইপিএল' নামের একটি ইউটিউব চ্যানেলে। তবে শুধু পিচের অংশটুকুই দেখানো হতো।

সাউন্ডবক্সে বাজানো হতো দর্শকদের হৈ-হুল্লোড়ের শব্দ। এভাবে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নকল আইপিএলটি পরিচালনা করতে সক্ষম হয় প্রতারকরা। যার আসল কাজ চলত অনলাইন জুয়ায়।  একটি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে রাশিয়ার জুয়াড়িরা বেটিংয়ে অংশ নেয়। ভারতে জুয়া অবৈধ। ইতিমধ্যে জুয়াড়িদের চারজনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ।