• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

হারের ব্যবধান কমাতে লড়ছে বাংলাদেশ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২  

ক্রাইস্টচার্চ টেস্টে ম্যাচ পুরোটাই নিউজিল্যান্ডের দখলে। খুব বড় অঘটন না ঘটলে এই ম্যাচ বাংলাদেশের জেতার আশা নেই বললেই চলে। এমতাবস্থায় ইনিংস ব্যবধানে হারের ব্যবধান কমাতে লিটনের ব্যাটে লড়ছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৪৪ রান। ফলো অনে থাকা টাইগারদের ইনিংস ব্যবধানে হার এড়াতে প্রয়োজন আরো ১৫১ রান। 

দ্বিতীয় দিনে মাত্র ১২৬ রানে অল আউট হয় বাংলাদেশ। ৩৯৫ রানের বড় লিড থাকায় স্বাভাবিকভাবেই টাইগারদের ফলো অনে পাঠায় নিউজিল্যান্ড। তৃতীয় দিন সকালে প্রথম ঘণ্টা অবশ্য একটু স্বস্তিরই ছিল। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি।

লাঞ্চ বিরতির আগেই দুই উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম ২১ ও নাজমুল হোসেন শান্ত ফেরেন ২৯ রানে। দ্বিতীয় সেশনে টাইগাররা হারায় আরো ৩ উইকেট। এবার একে একে ফেরেন নাইম ইসলাম, মুমিনিল হক ও ইয়াসির আলী। এর আগে করেন যথাক্রমে ২৪, ৩৭ ও ২ রান।

শেষ সেশনে লড়াইয়ে বেশ ভালো করছিলেন লিটন দাস ও নুরুল হাসান সোহান। কিন্তু ধৈর্য্যের পরীক্ষায় ব্যর্থ হয়ে সোহান ৩৬ রানে আউট হন। এর আগে লিটনের সাথে গড়েন ১০১ রানের জুটি। এটাই নিউজিল্যান্ডের মাটিতে ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ড।

মেহেদী মিরাজ ৩ রানে ফিরেছেন। একপ্রান্ত আগলে দলকে এগিয়ে নিচ্ছেন লিটন দাস। তিনি অপরাজিত আছেন ৮১ রানে।