• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

আফগানিস্তানকে হারালেই ইতিহাস গড়বে স্কটল্যান্ড

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২১  

প্রথম পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিয়ে চমক দেখিয়েছিল স্কটল্যান্ড। এরপর পাপুয়া নিউগিনি ও ওমানকে হারিয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষে থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ওঠে স্কটিশরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম দ্বিতীয় রাউন্ডে খেলবে স্কটল্যান্ড। এই পর্বের প্রথম ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। এই ফরম্যাটে যাদের বিপক্ষে আগে কখনো জয়ের মুখ দেখেনি দলটি।

শারজাহতে মোহাম্মদ নবীর দলের বিপক্ষে আজ তাই প্রথম জয়ের খোঁজে নামবে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা স্কটল্যান্ড। আর ম্যাচটি যদি জিতে যায়, তবে তো ইতিহাসই গড়ে ফেলবে কাইল কোয়েটজারের দল। এদিকে, নিজেদের প্রথম ম্যাচ জিতে আফগানরাও চাইবে টুর্নামেন্টে শুভ সূচনার পাশাপাশি দলটির বিপক্ষে নিজেদের শতভাগ জয়ের রেকর্ডটি ধরে রাখতে।

বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মাঠে গড়াবে আফগানিস্তান-স্কটল্যান্ড ম্যাচ। তার আগে দুই দলের কিছু পরিসংখ্যান একপলক দেখে নেয়া যাক:-

মুখোমুখি দেখায়
মোট ম্যাচ ৬
আফগানিস্তানের জয় ৬
স্কটল্যান্ডের জয় ০
ফলহীন ০

সর্বোচ্চ দলীয় সংগ্রহ
আফগানিস্তান: ২১০/৫, এডিনবার্গ ২০১৫
স্কটল্যান্ড: ১৭৩, এডিনবার্গ ২০১৫

সর্বনিম্ন দলীয় সংগ্রহ
আফগানিস্তান: ১৩১/৭, আবুধাবি ২০১০
স্কটল্যান্ড: ১১৭/৯, আবুধাবি ২০১০

সর্বোচ্চ রান
আফগানিস্তান: ৩০৯, মোহাম্মদ শাহজাদ
স্কটল্যান্ড: ১৭১, ম্যাট মাচান

সেরা ইনিংস
আফগানিস্তান: ৭৫, মোহাম্মদ শাহজাদ
স্কটল্যান্ড: ৫৬, ক্যালাম ম্যাকলিওড

সর্বোচ্চ উইকেট
আফগানিস্তান: ১০, হামিদ হাসান
স্কটল্যান্ড: ৭, ইয়ান ওয়ার্ডল

সেরা বোলিং ফিগার
আফগানিস্তান: ৪/২২ হামিদ হাসান
স্কটল্যান্ড: ৩/২৩ ম্যাট মাচান