• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

গুগল মিটের মতো হোয়াটসঅ্যাপে আসছে ‘কল লিঙ্ক’ ফিচার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২  

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে নতুন ‘কল লিঙ্ক’ ফিচার নিয়ে আসার কথা জানানো হয়েছে। বর্তমানে এই অ্যাপে যেভাবে কল করেন ব্যবহারকারীরা সেই পদ্ধতিতে এবার বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ। জুম ও গুগল মিটে এ যেমন কল করার পদ্ধতি রয়েছে ঠিক তেমনই ফিচার হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে। এই পদ্ধতির আওতায় লিঙ্ক ক্রিয়েট না হলেও কলে যোগ দিতে পারবেন ইউজাররা।
এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো, কোনো কন্ট্যাক্ট যদি অ্যাডমিনের কাছে সেভ নাও থাকে তাও সে উক্ত গ্রুপ কলের লিঙ্ক শেয়ার করে তাকে যোগ করতে পারবে। তবে এই লিঙ্ক যাদের শেয়ার করা হবে তাদের যদি হোয়াটসঅ্যাপ অ্যাপ ইন্সটল করা না থাকে তাদেরকে এই অ্যাপ আগে ডাউনলোড করে ফোনে ইন্সটল করতে হবে।

এই যে কল লিঙ্ক ফিচারে সর্বোচ্চ ৩২ জন ব্যবহারকারী অ্যাড হতে পারবেন (ভয়েস ও ভিডিও উভয় কলের ক্ষেত্রেই)। যা আগে সর্বাধিক ৮ জন ছিল।

কীভাবে কল লিঙ্ক তৈরি করতে হবে?

১. প্রথমে ইউজারদের হোম পেজে কল টাবে ক্লিক করতে হবে।

২. এই ফিচারের রোল আউট শুরু হলে কল লগের ঠিক উপরে একটি ‘Create Call Link’ তৈরি করার অপশন প্রদর্শিত হবে।

৩. ওই অপশনে ট্যাপ করলেই হোয়াটসঅ্যাপ আপনাকে একটি লিঙ্ক তৈরি করে দেবে। তারপর আপনি যাদেরকে এই কলে অ্যাড করতে চান তাদেরকে এই লিঙ্ক শেয়ার করতে পারবেন।

মেটা সিইও মার্ক জুকারবার্গ জানিয়েছে, আগামী সপ্তাহেই ফিচারটি ইউজারদের অ্যাকাউন্টে রোল আউট করা হবে।