• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

আপনার হোয়াটসঅ্যাপে কেউ হাত দিলেই জেনে যাবেন আপনি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৭ আগস্ট ২০২২  

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এখন অনেকের নিত্যদিনের সঙ্গী। কারণ এটি মেসেজিং কিংবা ছবি-ভিডিওর আদান-প্রদানে সীমাবদ্ধ নেই। প্রতিনিয়ত নতুন ফিচার ও সেবার কারণে এটির জনপ্রিয়তা বাড়ছেই।

কিন্তু কখনো ভেবে দেখেছেন, হোয়াটসঅ্যাপ থেকে আপনার পরিচয় ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যদি সাইবার আক্রমণের সম্মুখীন হয়, কিংবা কেউ এটিকে যদি হাতিয়ে নেয়ার চেষ্টা করে। এ সব আশঙ্কা থেকে নিরাপদ রাখতেই হোয়াটসঅ্যাপ খুব কার্যকরী একটি ফিচার আনতে চলেছে; যা হলো হোয়াটসঅ্যাপ লগ ইন অ্যাপ্রুভাল।

আপনার অগোচরে যদি কেউ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাক্সেস করার চেষ্টা করে ঠিক তখনি সেই ডিভাইজের মডেল নম্বর, লোকেশন এবং সময় সব তথ্য আপনার কাছে চলে আসবে। যারা ঘন ঘন বিভিন্ন ডিভাইজে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করেন তাদের কাছে এটি কার্যকরী একটি ফিচার হতে পারে। এই তথ্য জানার ফলে আপনি সতর্ক হতে পারবেন।

ডব্লিউএবেটাইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, এটি আপাতত পরীক্ষামূলক স্তরে রয়েছে। পরীক্ষা করা হলে এটি সর্বপ্রথম বিটা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। তবে এই ফিচার না আসা অবধি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য টু-স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি ব্যবহার করতে পারেন।