• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মাইক্রো রোবট নিজে থেকেই করে দেবে ব্রাশ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৬ আগস্ট ২০২২  

বিজ্ঞানের নতুন সংযোজন মাইক্রো রোরট। প্রতিদিন সকালে দাঁত মাজার সমস্যা সমাধান দেবে এটি। মাইক্রো রোবট যা মুখের মধ্যে ঢুকিয়ে দিলেই সব সমস্যার সমাধান হবে। স্বয়ংক্রিয় এই মাইক্রোরোবট নিজে থেকেই করে দেবে ব্রাশ। শুধু তাই নয়, দাঁতের আকারও ঠিক রাখবে এই ছোট্ট যন্ত্রটি। এটি আবিষ্কার করেছেন পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির গবেষকেরা। যদিও তাদের উদ্দেশ্য ছিল অন্য। যারা শারীরিক অক্ষমতার কারণে দাঁত মাজতে পারেন না তাদের সহায়তা দেওয়া।

যেভাবে কাজ করে এই মাইক্রো রোবট
এই যন্ত্রটি আয়রন অক্সাইডের ন্যানোপার্টিকেল দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে থাকে একটি চুম্বক ক্ষেত্র। যা দিয়ে বাইরে থেকেই নিয়ন্ত্রণ করা যায় একে। একই সঙ্গে থাকে টুথব্রাশের ন্যায় ব্রিসল। ঠিক যেমন ভাবে আমাদের ঘরে থাকা টুথব্রাশগুলির স্ট্রিং দাঁতের মধ্যে জমে থাকা ময়লা বের করে, তেমন ভাবেই এই যন্ত্র কাজ করতে পারে। শুধু এখানেই শেষ নয়। আয়রন থাকার ফলে এই যন্ত্র মুখের ভিতর রাসায়নিক বিক্রিয়াও করতে পারে। যা সহজেই ধংস করে মুখের মধ্যে থাকা বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে।

গবেষকদের মধ্যে অন্যতম এডওয়ার্ড স্টিগার এর মতে, ‘আয়রনের ন্যানোপার্টিকেল-কে এভাবে রূপদান করা বা তার মধ্যে চৌম্বকক্ষেত্র সৃষ্টি করা অবশ্যই এক চমৎকার কাজ।’এই রোবটে থাকা ব্রিসলগুলি নিজের সুবিধা মতো ছোট ও বড় করা যায়। যার ফলে মুখের কোণে জমে থাকা ময়লাগুলিও সহজ ভাবেই বের করতে পারে এই যন্ত্র। এমনটাই দাবি করেছেন আরো এক গবেষক। এই আবিষ্কারের ফলে আলোড়ন তৈরি হবে। অনেক চিকিৎসক এর প্রশংসা করেছেন। দাঁত পরিষ্কারের পাশাপাশি আরও যেসব কাজে লাগতে পারে রোবটটি এককথায় অতুলনীয়।