• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

গুগলকে টেক্কা দিতে নতুন সার্চ ইঞ্জিন আনতে পারে অ্যাপল

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৬ জুন ২০২২  

অ্যাপেল একটি নতুন ব্যবহারকারী-কেন্দ্রিক সার্চ ইঞ্জিনের ঘোষণা করতে পারে। তবে, সার্চ ইঞ্জিন চালু হতে হতে ২০২৩ সালের জানুয়ারি।

সার্চ ইঞ্জিন এনে গুগলের সঙ্গে টেক্কা দেওয়ার চেষ্টা করেছে অনেকেই। কিন্তু একে একে তারা সবাই বিলীন হয়ে গিয়েছে। সার্চ ইঞ্জিন হিসাবে এক ও অদ্বিতীয় থেকে গিয়েছে গুগল। পরিস্থিতি এমনই যে, নতুন করে সার্চ ইঞ্জিন আনার কথাই ভাবতে পারবে না!

তবে ব্যতিক্রম অ্যাপেল। গুগলকেই এবার টেক্কা দেওয়ার পরিকল্পনা ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠানটির। নিজেদের সার্চ ইঞ্জিন আনতে পারে অ্যাপেল।

রিপোর্ট অনুযায়ী, অ্যাপেল একটি নতুন ব্যবহারকারী-কেন্দ্রিক সার্চ ইঞ্জিনের ঘোষণা করতে পারে। তবে, সার্চ ইঞ্জিন চালু হতে হতে ২০২৩ সালের জানুয়ারি। সেই সময়েই চালু হবে বলে মনে করা হচ্ছে।

টেক ব্লগার রবার্ট স্কোবলের মতে, অ্যাপেল একটি সার্চ ইঞ্জিন চালু করবে। সেটি গুগলের প্রতিদ্বন্দ্বী হিসাবে তুলে ধরা হবে।তবে এই নতুন নয়, এর আগেও একাধিকবার অ্যাপেল সার্চ ইঞ্জিন আনছে বলে জল্পনা হয়েছে।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতেই পারে যে, গুগলকে কতটা টেক্কা দিতে পারবে অ্যাপেল? সেক্ষেত্রে নিজেদের ডিভাইসের মারফত অ্যাপেল তাদের সার্চ ইঞ্জিনের প্রসার ঘটাতে পারে। তবে সেটাও যে খুব সহজ পথ হবে, তা কিন্তু নয়। এর আগে মাইক্রোসফট এমএসএন-এর মাধ্যমে নিজেদের সার্চ ইঞ্জিন গড়ে তোলার চেষ্টা করলেও তা বিফলে যায়।

অ্যাপেল ব্যাতিক্রম হয়ে গুগলের প্রতিদ্বন্দ্বী হিসাবে নিজের অবস্থান তৈরি করতে পারে কিনা, সেটাই দেখার। তার উত্তর সময়ই দেবে।