• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শেষ হচ্ছে স্কাইপের যুগ?

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ জুন ২০২১  

উইন্ডোজ-১১ আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেছে মাইক্রোসফট। চলমান অপারেটিং সিস্টেমের জায়গা নেবে নতুন এই ভার্সনটি এবং আগামী কয়েক বছর এটি থাকবে বলে ধারণা করা হচ্ছে। উইন্ডোজ-১০ ভার্সনকে মাইক্রোসফট শেষ অপারেটিং সিস্টেম হিসেবে উল্লেখ করলেও উইন্ডোজ-১১ আনায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।

মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেমে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে দুটি বিষয় প্রযুক্তি জগতে জন্ম দিয়েছে ব্যাপক আলোচনার। প্রথমটি হলো, ভিডিও কলিং অ্যাপ ‘মাইক্রোসফট টিমস’ উইন্ডোজ-১১ তে ডিফল্ট হিসেবে আছে। অ্যাপটি ২০২০ সালে করোনা মহামারির শুরু থেকে অভাবনীয় জনপ্রিয়তা লাভ করে।

দ্বিতীয়টি হচ্ছে, উইন্ডোজ-১১ তে ডিফল্ট হিসেবে নেই স্কাইপ। গত বেশ কয়েক বছরের মধ্যে প্রথমবার এমনটি ঘটলো। স্কাইপের প্রতি এ রকমের ‘অবহেলার’ পর অনেক প্রযুক্তি বিশ্লেষক বলছেন, টিমস হচ্ছে মাইক্রোসফটের নতুন ‘আদুরে সন্তান’। কারও কারও মতে, এক সময়কার কলিং অ্যাপের রাজা স্কাইপ যুগ শেষ হতে যাচ্ছে। আর তার শুরুটা হয়েছে এখানেই।

মাইক্রোসফটের কাছে স্কাইপ তার গুরুত্ব হারিয়েছে বলে মনে করছেন বিশ্বের বিভিন্ন নামকরা সংবাদমাধ্যমের প্রযুক্তি বিভাগের সাংবাদিকরা। ২০১১ সালে প্রতিষ্ঠানটির ‘ফিউচার অব কমিউনিকেশন’ ছিল স্কাইপ। কিন্তু এখন আর সেই অবস্থা নেই। ধীরে ধীরে স্কাইপের অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

এ সম্পর্কে আইরিশ ও সানডে ইন্ডিপেনডেন্টের টেক এডিটর আদ্রিয়ান ওয়েকলার লিখেছেন, মনে হচ্ছে স্কাইপকে ‘হত্যা’ করতে যাচ্ছে মাইক্রোসফট। ফিউচার পাবলিশিংয়ের কনটেন্ট ডিরেক্টর জেরেমি কাপলান লিখেছেন, বাই বাই স্কাইপ। অপরদিকে ‘আরআইপি স্কাইপ’ লিখেছেন দ্য ভার্জের টম ওয়ারেন।

১০ বছর আগে স্কাইপকে ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারে কিনে নেয় মাইক্রোসফট। তখন এটা ছিল প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বড় ক্রয়ের ঘটনা। সে সময় স্কাইপের জন্য মাইক্রোসফট অতিরিক্ত অর্থ ব্যয় করেছে বলেও দাবি করেছিল অনেকে। তবে শেষ পর্যন্ত ব্যবসা সফল হয় স্কাইপ। ১০০ কোটিরও বেশিবার ডাউনলোড হয় অ্যাপটি।

গত দশকের মাঝামাঝি সময় থেকে স্কাইপের বিরুদ্ধে অভিযোগ ওঠা শুরু হয়। তখন অনেকে বলতে শুরু করেন— স্কাইপের অবস্থা খারাপ কেন, যথেষ্ট আপডেট নেই কেন? অনেকে আবার পারফরমেন্স এবং ডিজাইন নিয়েও প্রশ্ন তোলেন। তখনই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জার স্কাইপের প্রধান আকর্ষণ ভিডিও কল চালু করে। ফলে ব্যবহারকারীদের স্কাইপ-নির্ভরতা কমে আসে।

করোনার সময়ে স্কাইপের ব্যবহারকারী বেড়েছে। কিন্তু তাতেও সন্তুষ্ট নয় মাইক্রোসফট। স্কাইপের যে পরিমাণ ব্যবহারকারী বাড়ার কথা ছিল, তা বাড়েনি বলেই মনে করে প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে মাইক্রোসফটের চোখ এখন ‘টিমস’ এর দিকে। অত্যাধুনিক স্ট্র্যাটেজিক ভয়েস এবং ভিডিও টেকনোলজি নিয়ে নতুন যুগের শুরু করতে চায় তারা।

সূত্র: বিবিসি, দ্য ভার্জ