• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৫ ১৪৩০

  • || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্বজগতের প্রতি আল্লাহর করুণা রাসূলুল্লাহ (সা.) এর আবির্ভাব

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩  

বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লাম এর জন্ম ও নবুয়তলাভ ছিল বিশ্বজগত ও মানবজাতির প্রতি মহান রাব্বুল আলামিনের আল্লাহ তাআলার বড় নেয়ামত ও করুণা।
পকিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন- وَ مَاۤ اَرۡسَلۡنٰکَ اِلَّا رَحۡمَۃً لِّلۡعٰلَمِیۡنَ

অর্থ: ‘আমি তোমাকে পাঠিয়েছি বিশ্বজগতের প্রতি করুণা হিসেবে’। (সূরা: আম্বিয়া, আয়াত: ১০৭)

নবী মোহাম্মাদ (সা.) মানুষকে আল্লাহর বাণী শুনিয়েছেন, পরিশুদ্ধ করেছেন। মানুষকে শিক্ষা দিয়েছেন আল্লাহর কিতাব ও হেকমত, মানুষকে শিখিয়েছেন যা তারা জানতো না, নিজেদের চেষ্টা বা গবেষণার মাধ্যমে জানতেও পারতো না।
আল্লাহ তাআলা বলেন- کَمَاۤ اَرۡسَلۡنَا فِیۡکُمۡ رَسُوۡلًا مِّنۡکُمۡ یَتۡلُوۡا عَلَیۡکُمۡ اٰیٰتِنَا وَ یُزَکِّیۡکُمۡ وَ یُعَلِّمُکُمُ الۡکِتٰبَ وَ الۡحِکۡمَۃَ وَ یُعَلِّمُکُمۡ مَّا لَمۡ تَکُوۡنُوۡا تَعۡلَمُوۡنَ

অর্থ: ‘আমি তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে, যে তোমাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে, তোমাদের পবিত্র করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়। আর তোমাদের শিক্ষা দেয় এমন কিছু, যা তোমরা জানতে না’। (সূরা: বাকারা, আয়াত: ১৫১)

পরের আয়াতে আল্লাহ তাআলা এ নেয়ামতের জন্য শোকর আদায় করার নির্দেশ দিয়ে বলেন- فَاذۡکُرُوۡنِیۡۤ اَذۡکُرۡکُمۡ وَ اشۡکُرُوۡا لِیۡ وَ لَا تَکۡفُرُوۡنِ

অর্থ: ‘তাই তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করবো আর আমার শোকর আদায় করো, না-শোকরি করো না’। (সূরা: বাকারা, আয়াত: ১৫২)

রাসূল (সা.) মানুষকে বের করেছেন অন্ধকার থেকে উজ্জ্বল আলোয়, ভ্রষ্টতার বেড়াজাল থেকে মুক্ত করে দিয়েছেন সঠিক পথের দিশা।

আল্লাহ বলেন- هُوَ الَّذِیۡ بَعَثَ فِی الۡاُمِّیّٖنَ رَسُوۡلًا مِّنۡهُمۡ یَتۡلُوۡا عَلَیۡهِمۡ اٰیٰتِهٖ وَ یُزَکِّیۡهِمۡ وَ الۡحِکۡمَۃَ وَ اِنۡ کَانُوۡا مِنۡ قَبۡلُ لَفِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ

অর্থ: ‘তিনিই নিরক্ষরদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে, যে তাদের কাছে তেলাওয়াত করে তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করে এবং তাদেরকে শিক্ষা দেয় কিতাব ও হিকমাত। আগে তারা নিমজ্জিত ছিল স্পষ্ট ভ্রষ্টতায়’। (সূরা: জুমুআ, আয়াত: ২)

নবীজি (সা.)-কে কোরআন ও ইসলামি শরিয়ত দিয়ে নবী হিসেবে পাঠিয়ে এবং আমাদেরকে তার উম্মত হওয়ার সৌভাগ্য দান করে আমাদের প্রতি আল্লাহ তাআলা যে অপরিসীম করুণা করেছেন, সেজন্য আমরা যেন বেশি বেশি আল্লাহর শোকর আদায় করি, নবীজি (সা.) এর জন্য সালাত ও সালাম পাঠ করি, আল্লাহর কাছে দোয়া করি।

নবীজি (সা.) এর জন্য সালাত ও সালাম পাঠের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন-  اِنَّ اللّٰهَ وَ مَلٰٓئِکَتَهٗ یُصَلُّوۡنَ عَلَی النَّبِیِّ یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا صَلُّوۡا عَلَیۡهِ وَ سَلِّمُوۡا تَسۡلِیۡمًا

‘নিশ্চয় আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করে। হে মুমিনগণ! তোমরাও নবীর ওপর দরূদ পাঠ কর এবং তাকে যথাযথভাবে সালাম জানাও’। (সূরা: আহযাব, আয়াত: ৫৬)