• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

দোয়া ইউনুস

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২  

মহান আল্লাহ তা-আলার পয়গাম্বর হজরত ইউনুস (আ.) দেশ ত্যাগ করে চলে যাওয়ার সময় তিনি নদীতে ঝাঁপ দিইয়েছিলেন এবং তিনি মাছের পেটে বন্দি হওয়ে যান। এই অবস্থায় বিপদে পড়ে তিনি আল্লাহর কাছে যে, দোয়া পড়েছিলেন আর সেই দোয়ার বরকতে বা রহমতে মহান আল্লাহ পাক তাকে এই মহাবিপদ থেকে উদ্ধার করেছিলেন, আর সেই দোয়াই হচ্ছে দোয়া ইউনুছ।
আরবি উচ্চারণ: لَا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ

বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লা আংতা, সুবহানাকা ইন্নি কুমতুম মিনাজ জ্বালিমিন।

বাংলা অর্থ: হে আল্লাহ তুমি ব্যতীত সত্য কোনো ইলাহ বা উপাস্য নেই, তুমি পুত ও পবিত্র, নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত।